মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক এর আমানতে লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক লিমিটেড এখন এক লক্ষ কোটি টাকার আমানতের ব্যাংক। দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত এ বাণিজ্যিক ব্যাংক গত ৩১ মে ২০২১ ইং তারিখে এ মাইলফলক অতিক্রম করে। এই দিন ব্যাংকটি ১ লক্ষ ৯ হাজার ৩ কোটি টাকার আমানতের মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে গত ০৬-০৬-২০২১ ইং তারিখে কেন্দ্রীয় হিসাব বিভাগ এর আয়োজনে আমানতের মাইলফলক অতিক্রম দিবস উদযাপন করা হয়। উক্ত উদযাপিত অনুষ্ঠানে ব্যাংক এর ব্যবস্থাপন পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে অভিনন্দিত করা হয়। অগ্রণী ব্যাংক এর চেয়ারম্যান ড. জায়েদ বখত্ এই মাইলফলক অতিক্রম করায় পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ,ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অগ্রণী ব্যাংক এর কর্মকর্তা, কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অগ্রণী ব্যাংক এর এই অর্জনে বর্তমান সরকার, পরিচালনা পর্ষদ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ওয়ালী উল্লাহ সহ উর্ধ্বতন নির্বাহী,কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ