অগ্রণী ব্যাংক লিমিটেড এখন এক লক্ষ কোটি টাকার আমানতের ব্যাংক। দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত এ বাণিজ্যিক ব্যাংক গত ৩১ মে ২০২১ ইং তারিখে এ মাইলফলক অতিক্রম করে। এই দিন ব্যাংকটি ১ লক্ষ ৯ হাজার ৩ কোটি টাকার আমানতের মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে গত ০৬-০৬-২০২১ ইং তারিখে কেন্দ্রীয় হিসাব বিভাগ এর আয়োজনে আমানতের মাইলফলক অতিক্রম দিবস উদযাপন করা হয়। উক্ত উদযাপিত অনুষ্ঠানে ব্যাংক এর ব্যবস্থাপন পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে অভিনন্দিত করা হয়। অগ্রণী ব্যাংক এর চেয়ারম্যান ড. জায়েদ বখত্ এই মাইলফলক অতিক্রম করায় পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ,ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অগ্রণী ব্যাংক এর কর্মকর্তা, কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অগ্রণী ব্যাংক এর এই অর্জনে বর্তমান সরকার, পরিচালনা পর্ষদ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ওয়ালী উল্লাহ সহ উর্ধ্বতন নির্বাহী,কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক এর আমানতে লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম
পূর্ববর্তী নিবন্ধ