মঙ্গলবার, ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক এর ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক সভা রংপুরে

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক পিএলসি’র রংপুর সার্কেলাধীন ব্যাংকের শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদেয় ৫৮ দিনের বিশেষ পরিকল্পনা ‘উদ্দীপ্ত যাত্রা-২০২৪’ এর সফল বাস্তবায়নে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর ২০২৪ রংপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিকভারি এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধরের সভাপতিত্বে সভায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং গাইবান্ধা অঞ্চলের অঞ্চল প্রধানগণ, ৬৮ টি শাখার ব্যবস্থাপক, ৯ টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণের পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ