অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, কোর ডিপোজিট সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণের কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সার্কেলাধীন রাজশাহী,বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের অঞ্চল প্রধান ও সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার রাজশাহীর নাইস কনভেশন সেন্টারে অনুষ্ঠিত ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকভারি এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক এ, কে, এম শামীম রেজা। প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়, কোর ডিপোজিট সংগ্রহ,রেমিট্যান্স, আমদানি এবং রপ্তানি ব্যবসা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি উত্তম গ্রাহক সেবা প্রদান করে প্রাতিষ্ঠানিক সুনাম বৃদ্ধির মাধ্যমে অগ্রণী ব্যাংককে এগিয়ে নেওয়ার আহবান জানান।