বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই প্রথম ফাইনালে পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। বৃষ্টির কারণে উইকেট ভেজা। এ কারণেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আকব আলী।

এ দুই দল গতবছরই মুখোমুখি হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালে। সে ম্যাচেও পরে ব্যাট করেছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলীর দল।

সে ম্যাচের যন্ত্রণা ভোলার লক্ষ্যেই আজ বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ। দলের সব খেলোয়াড়ই জানিয়েছেন, ম্যাচটিতে বাড়তি চাপ নিতে চান না কেউই। স্বাভাবিক ম্যাচ হিসেবে খেলেই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন তারা।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারতীয় একাদশ: জেসওয়াল, সাক্সেনা, তিলক বার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধেশ বীর, আথার্বা আনকোলেকার, রবি বিশনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগি ও আকাশ সিং।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ