সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করছে নভোএয়ার

প্রকাশঃ

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতিদিন চট্টগ্রামে ৬টি ও বরিশালে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি ও বরিশালে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

যাত্রী চাহিদার কারণে নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল ৭টায়, ৮টা ৩০ মিনিটে, ১১টা ২০ মিনিটে, দুপুর ২টায়, বিকাল ৩টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ২০ মিনিটে, ৯টা ৫৫ মিনিটে, দুপুর ১২টা ৪৫মিনিটে, বিকাল ৩টা ২৫ মিনিটে, ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ ছাড়া ঢাকা থেকে সকাল ৯টায় এবং বিকাল ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে বরিশাল থেকে সকাল ১০টা ১০ মিনিটে ও বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন কক্সবাজারে ৬টি, সৈয়দপুরে পাঁচটি, যশোরে পাঁচটি, সিলেটে দুটি এবং রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ