রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্র্ড অর্জন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ৭ নভেম্বর ২০২৩ হোটেল সোনারগাঁও এর গ্র্যান্ড বল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ ভূইঁয়া, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (সিএফও) মোহাম্মদ দীদারুল ইসলাম, এফসিএ, আইসিএমএবি এর সভাপতি মো. আব্দুর রহমান খান, এফসিএমএসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।