গ্যাস পাইপ লাইন রক্ষনাবেক্ষন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের রক্ষনাবেক্ষন কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টার জন্য গ্যাস সঞ্চালন বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে গ্যাস সঞ্চালন বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে:- রাজধানীর হাতিরপুল, গ্রিনরোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার এবং পশ্চিম রাজাবাজার। এ এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও আশেপাশের এলাকাতে ওই সময়ে গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসি’র বৈঠক
ওই সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।