সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী অক্টোবরে বিমানের ঢাকা-মদিনা ফ্লাইট চালু

প্রকাশঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-মদিনা ফ্লাইট আগামী ২৮ অক্টোবর থেকে চালু হবে। প্রতি সপ্তাহের চারটি অথ্যাৎ শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। গতকাল বিমানের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমানের ২৭১ আসন বিশিষ্ট উড়োজাহাজ যার মধ্যে ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাস থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট বিমানের সব বিক্রয় কেন্দ্র ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেনা যাবে। এ ছাড়া অনলাইনে বিমানের ওয়েবসাইট-www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (মোবাইল ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকেও এই টিকিট কেনা যাবে। টিকিট কেনার সুনির্দিষ্ট তারিখ ও মূল্য খুব শিগগিরই ঘোষণা করা হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ