শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী অর্থবছরে আয়করদাতা ১ কোটিতে আনা হবে

প্রকাশঃ

আগামী ২০১৯-২০ অর্থবছরে আয়করদাতার সংখ্যা এক কোটিতে নিয়ে যেতে চায় সরকার। বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে ই-টিআইএনধারীর সংখ্যা মাত্র ৪০ লাখ। তাদের মধ্যে কর বিবরণী জমা দেয় মাত্র ২০ লাখ। কর আদায়যোগ্য মানুষ খুঁজে বের করতে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করার প্রকল্প গ্রহন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য ১০ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে।

রাজধানী ঢাকা শহর থেকেই ৪০ লাখ নতুন করদাতা খুঁজে বের করা যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া কর আদায় বাড়াতে জেলা-উপজেলায় স্থাপন করা হবে অফিস।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা কিন্তু অনেক কঠিন কাজে নামছি। ২০ লাখ থেকে প্রথম বছরে করদাতা সংখ্যা আমরা এক কোটি করতে চাই। যারা কর প্রদানে উপযুক্ত তাদেরই করের আওতায় আনা হবে। আওতা বাড়িয়ে এসব মানুষকে যদি করের আওতায় আনতে পারি, তা হলে আমাদের ট্যাক্স জিডিপির অনুপাত অনেক বেড়ে যাবে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, রাজস্ব আহরণে সাসটেইনেবল গ্রোথ দরকার। এ জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোনোভাবেই করদাতাদের ওপর চাপ তৈরি করে করা হবে না। এ জন্য নতুন করে করদতা খোঁজা হচ্ছে।

আয়কর আহরণ বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে এনবিআর। এর মধ্যে ঢাকা শহরে বাড়ির মালিক ও ফ্ল্যাটের মালিকদের ওপর জরিপ চালানো হবে এবং বিভাগীয় শহরগুলোতেও একই ধরনের জরিপ চালানো হবে। জেলা শহর ও উপজেলা শহরগুলোতেও ইহা বিদ্যমান থাকবে।

অন্যদিকে বিদ্যমান জনবলকে সর্বোচ্চ কাজে লাগানোর পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রে আউটসোর্স করা হবে। এ জন্য বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

তাদের কাজ হবে আয়কর আদায়যোগ্য মানুষ খুঁজে বের করা। অনেকটা খানা জরিপের মতো তারা বিভিন্ন বাড়ি ও ফ্ল্যাটে গিয়ে পরিবারভিত্তিক সদস্যের আয়ের উপাত্ত সংগ্রহ করবেন। পরে এই উপাত্তগুলো আয়কর অফিসে জমা দেওয়া হবে। এর ওপর ভিত্তি করে এনবিআর সম্ভাব্য আয়করদাতার সন্ধান পাবে এবং তাদের আয়করের আওতায় নিয়ে আসা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ কর দেয় না। আগামী অর্থবছরে ১ কোটি মানুষকে করের আওতায় আনা হবে। এ জন্য আয়কর মেলা, উপজেলা পর্যায়ে অফিস স্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীদের অস্থায়ী নিয়োগ দিয়ে করদাতাদের খুঁজে বের করা হবে।

Cisco 100-101 Real Exam Online Store

Chengda is sick in 100-101 Real Exam bed. I CCNA Interconnecting Cisco Networking Devices 1 (ICND1) don t have any backing in the city government. Satin is our competitor of Shangri li, the object we should study, or how can we surpass them The happy and prosperous life and prosperity were made to stay there, or if Zhuo Yuan was pulling the Cisco 100-101 Real Exam Cisco 100-101 Real Exam CCNA 100-101 moon at this time. When the child grows up in her belly, she doesn t have the kind of joy that all the pregnant women have in her heart. He saw that he was still motionless and sighed Hey, you really useless Li Shi heard Miss Fang take a picture. We 100-101 Real Exam have met again. Chengyin slowly stood up. Month, give them to read Changsheng and Xiaoyan, then noticed that Zhuo Yue also stood Cisco 100-101 Real Exam in the courtyard, holding in his hand A stack of yellowed paper.

This is my relative to you. A small request was made. Which decision stunned and stopped 100-101 Real Exam CCNA Interconnecting Cisco Networking Devices 1 (ICND1) chewing. This is a small house on the CCNA 100-101 ground floor, because the light in the sky is very dark, and the tired grass is leaning against the bed. Isn t this going 100-101 Real Exam to destroy this factory Is it easy to create a home at Shangjili Weaving Silk Factory We know that Shang Cisco 100-101 Real Exam Dabo s feelings for this factory, we have no way, relying on the mountains to eat the mountains and the sea to eat the sea, we Cisco 100-101 Real Exam rely on the factory, only eat the factory I know that I bought the loom for sale.

I rely on I have a nosebleed I once again turned to see a small shadow I was a ghost at the time. Then let s choose whether to bring a kettle or a mountain knife the kind of machetes you ve seen in Cisco 100-101 Real Exam Old America movies, the military ones are similar, and we later went to the Ketchup Brigade in the cooking class to help the kitchen with this cut Ribs feel better than choppers. Why should I say so many years, so many countries harbor the Hammer China is not afraid to start in the Chinese mainland, to a large extent, is afraid of China s army soldiers to take such a life with their lives simple. Is the policy does not allow or what other truth I really do not Cisco 100-101 Real Exam understand, not my level of soldiers to consider things. I do not know when she took it, because I did not organize my own things.I really do not know she took away, 100-101 Real Exam and today in Cisco 100-101 Real Exam the Department of the Department of the neck looks very good like a camouflage 100-101 Real Exam butterfly, unlike I was so wicked casual series, hot wipe the sweat The sun is too CCNA 100-101 toxic to wrap around your head moistened across Cisco 100-101 Real Exam the brook and back to the neck to replenish too much of the sweaty water CCNA Interconnecting Cisco Networking Devices 1 (ICND1) and even the blood that sheds when I was wounded that is to say it was all my worst pain The most painful youth in the past.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ