ব্রিটিশ বিমান সংস্থা ভার্জিন আটলান্টিক এয়ারলাৈইন্স ডিসেম্বরের ১৩ তারিখ থেকে পাকিস্তানে নিজেদের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে । এ বিষয়ে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথেও চুড়ান্ত চুক্তি সম্পাদন হয়েছে। খবর ডন’র।
পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া তথ্যানুসারে, ডিসেম্বরের ২ তারিখ ভার্জিন এয়ারলাইন্সের আবেদনের ভিত্তিতে তাদেরকে ইসলামাবাদ ও লাহোরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। বিমান সংস্থাটি এয়ারবাস এ-৩৩২ বিমানদ্বারা সপ্তাহে শহরদুটিতে আটটি ফ্লাইট পরিচালনা করবে।
বিমান চলাচলের সূচী অনুযায়ী ১৩ ডিসেম্বর লন্ডন থেকে উড়াল দিয়ে ১৪ ডিসেম্বর লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির প্রথম ফ্লাইট অবতরণ করবে।