বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী ১২ অক্টোবর গার্হস্থ্য অর্থনীতি কলেজের হল খুলছে

প্রকাশঃ

আগামী ১২ অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (পূর্বের নাম গার্হস্থ্য অর্থনীতি কলেজ) হল। এদিন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন।

বুধবার (৬ অক্টোবর) কলেজের অধ্যক্ষ ইসমাত রুবিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ১২ অক্টোবর থেকে আমাদের চতুর্থ বর্ষের চলমান দুই ব্যাচ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। নভেম্বরে তাদের পরীক্ষা নেওয়া হতে পারে। সশরীরে ক্লাস ও পরীক্ষার নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তই অনুসরণ করা হবে। তবে এখন পর্যন্ত আমাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১২ অক্টোবর হল খুলে দিচ্ছি।

এ সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের হলে তোলা হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ