রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী ১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ

প্রকাশঃ

বাংলাদেশে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার আগামী ১ এপ্রিল থেকে বন্ধের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এ জন্য ইতোমধ্যেই আমরা দুই বার পরিপত্র জারি করেছি। এটি আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর করতে চাই।

আজ (শনিবার) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডিস্ট্রিবিউটারদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করছি এ বিষয়ে ইতোমধ্যেই আপনারা প্রস্তুতি গ্রহণ করেছেন। কারণ দুই মাস আগে থেকে আপনাদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৪৪টি টেলিভিশনকে লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে ৩৩টি সম্প্রচারে রয়েছে, অন্যগুলো সম্প্রচারের অপেক্ষায়। তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলো যেন টিকে থাকে, চ্যানেলে যারা চাকরি করে তাদের চাকরির যেনো নিশ্চয়তা থাকে, এসব বিষয়ে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এজন্য চ্যানেলগুলোর আয় বাড়াতে হবে। টেলিভিশনগুলো এখনো বিজ্ঞাপন নির্ভর। কিন্তু দেশে বিজ্ঞাপনের মার্কেট কমে যাচ্ছে, আর টেলিভিশেনের সংখ্যা বেড়ে যাচ্ছে। টেলিভিশনগুলো নিজেরাও অসম প্রতিযোগিতা করে বিজ্ঞাপনের রেট কমিয়ে দিয়েছে। আবার অনলাইন, ফেসবুক, ইউটিউবেও বিজ্ঞাপন চলে যাচ্ছে।

তিনি বলেন, ডিস্ট্রিবিউটারদের হাতে এসব সমস্যার সমাধান রয়েছে। কারণ, আইন অনুযায়ী বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করা দণ্ডনীয় অপরাধ। তারপরও বাংলাদেশে যেসব বিদেশি চ্যানেল জনপ্রিয়, সেগুলোতে বহুজাতিক ও বেশকিছু বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন অবৈধভাবে প্রচার করা হয়। এ আইনটি পুরোপুরি বাস্তবায়ন করা হলেই, বছরে ৫০০ কোটি টাকার বিজ্ঞাপন দেশীয় টেলিভিশনগুলো পাবে বলে আমি মনে কির। এ পরিমাণ বিজ্ঞাপন পেলে আজকে টেলিভিশনে যে সংকট রয়েছে, সেটা কেটে যাবে।

এর আগে গত ১৩ মার্চ তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক, সদস্য সচিব শাকিল আহমেদ, সারাবাংলা ডটনেট, দৈনিক সারাবাংলা ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

Up To Date EXIN ISO20KF Dumps PDF

Acid rain, called air death , is one of the global regional disasters humankind now encounters. Her face is not bullshit does not jump carelessly said yes, never before do a Exin Certification ISO20KF bit. ISO20KF Dumps PDF Jia Cheng followed by the show http://www.passexamcert.com child into the room.When she lit the candle, she had a ray of dim light EXIN ISO20KF Dumps PDF that slightly dispelled the tension and suffocation in the show s heart. She also got up and pours out EXIN ISO20KF Dumps PDF of bed attentively pours tea, takes the ISO / IEC 20000 Foundation dim sum, treats the little prune favorably, appears so humblely pitifully, she turns into obedient maid instead.

When I first entered the EXIN ISO20KF Dumps PDF house, I Exin Certification ISO20KF heard the grandfather shouting at him Prosperity, come over. Xiao Yan said Give me a scissors Do you want to cut things Xiao Yan looked at his grandfather and asked. But speaking is one thing. It is another matter to do it. In addition to satisfying the use of the Shangjili Group, I will sell it out If EXIN ISO20KF Dumps PDF my cooperation with ISO / IEC 20000 Foundation Shang Changsheng is finally implemented, I hope that all of you will help each other. Hey, how do you have a chest Is the place wet It s ISO20KF Dumps PDF not always the milk Chang Ge, tell me, whoever said something can make the matter of the family Don t be in the sky, close at hand I am EXIN ISO20KF Dumps PDF a father and a baby, but I like to weave silk satin.

Yes, the flow of bullets.Yes, it is really a bullet.Do you know ISO20KF Dumps PDF what it is I EXIN ISO20KF Dumps PDF know what EXIN ISO20KF Dumps PDF is a ISO20KF Dumps PDF bullet.Small shadow hand finally hit my hand, I dragged her over to my arms. One of them is called Stage Sisters.I do not know how many Exin Certification ISO20KF people have seen it.The sister inside is married to a bully.The younger ISO / IEC 20000 Foundation sister asks EXIN ISO20KF Dumps PDF why you are married to such a person. So the real characters and some real stories in the novel will be handed down for a long time I can only say, maybe. Although I could already be a soldier, my honor to the troops was not so strong.In my eyes, my EXIN ISO20KF Dumps PDF brother s affection was the first one. He also entered a Chase shop below the deckboard to capture a dozen of his special operations unit special operations room.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ