বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজিমপুর মাতৃসদন হাসাপাতালে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর বেড ও মেডিক্যাল ইকুয়েপমেন্ট প্রদান

প্রকাশঃ

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল আজিমপুর মাতৃসদন হাসপাতালে রোগীর বেড ও মেডিকেল ইকুয়েপমেন্ট প্রদান করেছে। সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়ক এর নিকট এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিমপুর মাতৃসদন হাসপাতালে ৫৭টি বেড, ২টি থেরাপি মেশিন, কম্বল ও নবজাতকের মাঝে নতুন পোশাক দেওয়া হয়।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ