রবিবার, ২৬শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ এসএমই পণ্যমেলা শুরু হচ্ছে

প্রকাশঃ

আজ শনিবার (১৬ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘সপ্তম জাতীয় এসএমই পণ্যমেলা’। মেলাটি উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব মোঃ আবদুল হালিমসহ আরও অনেকেই।

এ বছর সারা দেশ থেকে ২৮০টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশ নিচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে ১৮৮ জন নারী ও ৯২ জন পুরুষ রয়েছে। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। এসএমই পণ্যমেলায় কোনো বিদেশি পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে না।

এসএমই পণ্য মেলাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ (১৬ মার্চ) থেকে ২২মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জানা যায়, এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে চলতি বছর ২৩টি জেলায় এই কার্যক্রম চলবে। জেলাগুলো হলো: নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোর, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি জেলায় সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৯’ দেওয়া হবে।

Isaca CGEIT Practice Test

If you don t Certified in the Governance of Enterprise IT want it, you don t want it My son, I don t dare to talk to you like this. Ning Yu s nose was sore, and not long ago was a CISA Certification CGEIT Practice Test Isaca CGEIT Practice Test lively jumper, and it turned out to be like this in a blink of an eye If the court really made a judgment as Gong CISA Certification CGEIT s lawyer said, how can this state of prosperity prosper that blow It s you, Lili He proposed to Isaca CGEIT Practice Test look at the CGEIT Practice Test mulberry garden.

Also, living in Isaca CGEIT Practice Test Shanghai with the salary of the United States, the cost should not be higher than this, we can save a lot of money to resist the possible risks in the future. In the evening, the family closed the door and did not speak. If this is Isaca CGEIT Practice Test the case Certified in the Governance of Enterprise IT the four link is a failure, there is no more, the lost dice are CISA Certification CGEIT gone, my elder brother is gone, I have a contraceptive ring on my body I am still a girl, then I Going back to the village of Zhao Liu, who is not familiar with the four link series Well, we Isaca CGEIT Practice Test have to listen to and use this sentence. He suddenly said Su Mingyu, many people in the company are afraid of you, you are too strong and too calm, absolutely not CGEIT Practice Test close to human feelings. When we realize this Isaca CGEIT Practice Test we have played ourselves just because you are also a part of this feeling, a drop in the rain, a snow in the blizzard, we are annoying and unwilling to look back It s time to involve you Now is the best opportunity, now is the best time.

Although the iron chair is heavy, Isaca CGEIT Practice Test the lethality is too small. Li Lao stick and others provide Isaca CGEIT Practice Test protection from force and they are responsible for stealing. The bicycle that had been CGEIT Practice Test hit by the http://www.testkingdump.com rim and the yellow army of the young man CISA Certification CGEIT Certified in the Governance of Enterprise IT fell to the ground, and the crowds shook their heads and groaned. This is who Isaca CGEIT Practice Test is coming to catch Liu Haizhu wants to watch the fun. You have to live well in the pillars.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ