শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ থেকে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন ফের চালু

প্রকাশঃ

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আজ রোববার (২৯ মে) থেকে খুলনা-কলকাতা যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস আবারও চালু হচ্ছে। ট্রেনটি রোববার (২৯ মে) সকালে কলকাতা থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টায় খুলনা স্টেশনে পৌঁছাবে।

এরপর এক ঘণ্টা বিরতির পর দুপুর দেড়টায় খুলনা থেকে আবার যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কলকাতা পৌঁছাবে।

জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে। ভারত থেকে প্রতি বৃহস্পতিবার ও রোববার ট্রেনটি যাতায়াত করতো। করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ হয়ে যায়।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, পূর্বের নিয়মে বৃহস্পতিবার ও রোববার ট্রেনটি আবারও চালু হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় খুলনা আসবে এবং এক ঘণ্টা বিরতি শেষে দুপুর দেড়টার সময় ছেড়ে যাবে। সন্ধ্যা ৭টা ১০মিনিটে ট্রেনটি কলকাতায় পৌঁছাবে।

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি যাত্রীকে এসি চেয়ারের জন্য অতিরিক্ত ৩৫ টাকা ও এসি কেবিন সিটের জন্য অতিরিক্ত ৫৫ টাকা দিতে হবে। অর্থাৎ ভ্রমণ করসহ যাত্রীদের এসি চেয়ার ১ হাজার ৫৫০ টাকা ও এসি কেবিন ২ হাজার ৫৫ টাকা দিতে হবে। ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে।

কলকাতা-খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ