আজ রবিবার (৪ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন পালন করবে সংস্থাটি। এই কার্যক্রমের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। বুধবার বিকেলে গুলশানের নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ থেকে ডিএনসিসি এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ