রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ থেকে রিজার্ভ চুরির মামলা শুরু

প্রকাশঃ

রিজার্ভের অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। আজ (২ এপ্রিল) মামলাটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। চুরি যাওয়া ১০১ মিলিয়ন ডলারের মধ্যে ৩৫ মিলিয়ন ডলার ফেরত আনতে সক্ষম হয়। বাকি ৬৬ মিলিয়ন ও তার সুদ এবং ক্ষতিপূরণ ফেরত আনতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি মামলাটি করা হয়েছে। টাকা ফেরত পেতে নিউইয়র্কের ম্যানহাটন ডিসট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার পাশাপাশি সমঝোতার উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল গত ১০ ও ১১ মার্চ ফিলিপাইনের আরসিবিসিসহ মামলার বিবাদী, দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ও মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। বিএফআইইউর পরামর্শক দেবপ্রসাব দেবনাথ বলেন, বিষয়টি এখনো নোটিস সার্ভিসিং অবস্থায় আছে। ২ এপ্রিল-২০১৯ থেকে নিউইয়র্কের আদালতে মামলার কার্যক্রম শুরু হচ্ছে। এরপর হেয়ারিং ডেট দেয়া হবে। মূলত দু-তিন স্টেপ পরে বোঝা যাবে মামলা কোন দিকে মোড় নেবে। আর মামলার ন্যাচারের ওপর নির্ভর করবে সময়। এখনই কোনো কিছু বলা ঠিক হবে না।

সূত্রে জানা গেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের এ মামলায় মূলত ফিলিপাইনের রিজাল ব্যাংক এবং এর পদস্থ কর্মকর্তাসহ কয়েক ডজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সাত প্রতিষ্ঠান, ১৫ বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি আরো ২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রিজার্ভ চুরির মামলা হয়েছে।

এদিকে রিজার্ভের চুরি যাওয়া বাকি অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সমঝোতার যে প্রস্তাব দেয়া হয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বলেছে তারা সেটা ভেবে দেখবে। তবে অর্থ ফেরতের কোনো আশ্বাস দেয়নি তারা। তার পরও আইনি লড়াইয়ের পাশাপাশি অর্থ উদ্ধারে সমঝোতার আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি আরসিবিসিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের বৈঠকে অর্থ ফেরতের বিষয়ে আদালতের বাইরে সমঝোতার এ প্রস্তাব দেয়া হয়।

সমঝোতার উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের ফিলিপাইন সফরের আগেই গত ৬ মার্চ দেশটির বিচারিক আদালত মাকাতি সিটি রিজিওনাল কোর্টে (আরটিসি) বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে পাল্টা মামলা করে আরসিবিসি। এতে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয়েছে।

আরসিবিসির পাল্টা মামলা নিয়ে জানতে চাইলে বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, আসলে ওরা যে মামলা করেছে সেটা যথার্থ হয়নি। ওরা ‘ব্যাংক অব বাংলাদেশ’-এর বিরুদ্ধে মামলাটি করেছে। কিন্তু ‘ব্যাংক অব বাংলাদেশ’ নামে আমাদের দেশে কোনো ব্যাংক নেই।

Provide Discount FCBA Exam Questions For ISEB Certification

Master Mahjong said that you are still young, have their own business, I ISEB FCBA Exam Questions do not want to distract you just me different, this complain thing, has ISEB FCBA Exam Questions become my life line, and now, inside the Ministry of Beijing, the provincial hall inside, four Si Yi Chang, I have hung up the number, surnamed Su, and his minions can not close my body, as long http://www.passexamcert.com as they shot, ISEB Certification FCBA they run away. The head of the government asked, among you, who is Li Jia cheng s child Temporary, in the computer emergency search surnamed Li student files, all of a sudden find me. Ruijuan never imagined he could say such a loud speech, so that so many people BCS Foundation Certificate in Business Analysis applauded. Suddenly my brother grew into a sophisticated adult, smile Road, my FCBA Exam Questions sister is not a dream. Last night was a woman accountant who had been bathed in the sunshine of love and is now a gray maid working as a part time worker.

When is it a head When the night is quiet and a person is mowing the grass in ISEB FCBA Exam Questions the field, how can she not miss the second sister who has been married to the older sister and the one year old sister who has already sold it to others A five year old child began compulsively maturing ISEB Certification FCBA with the frozen rivers and the five pots and the snoring of the crowd. When we FCBA Exam Questions heard this decision, no one in BCS Foundation Certificate in Business Analysis the http://www.examscert.com village did not support it. Is the back of the ear drenched A ISEB FCBA Exam Questions knives head hurried through the village.

Zeng Guofan the most scholar, see Wenqing also naturally higher than the other full officials. He was both somewhat moved and uneasy.What touched us was that Jiang and Chen s two old friends finally made up their own thoughts. Where Liu adults promised things, my emperor is not a not allowed Liu Wan FCBA Exam Questions million did not expect the BCS Foundation Certificate in Business Analysis imperial envoy to lift themselves to the unaddressed, unable to land the situation. This is also the Tseng Kuo fan school note recorded eighteen poetry copy of the ISEB FCBA Exam Questions original intention, to the world scholar a standard ancient poetry translation model. Zou Minghe, a governor of Guangxi, felt the grace of rescuing Jiang ISEB Certification FCBA Zhongyuan.Once again, Jiang Zhongyuan recommended that salt should ISEB FCBA Exam Questions be transported by FCBA Exam Questions salt from all three sources.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ