সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ শেষ হচ্ছে বেসিস সফটএক্সপো

প্রকাশঃ

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেসিস সফটএক্সপো ২০২০’ শেষ হচ্ছে আজ। গতকালও বিভিন্ন আয়োজনে জমজমাট ছিল দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় এ আয়োজন। গতকাল দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক সেমিনার।

এ আয়োজনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস সফটএক্সপোর আহ্বায়ক মুশফিকুর রহমান, অগমেডিক্সের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, রবি আজিয়াটার প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল আলম, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, আইসিটি বিভাগের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুজ্জামান, নগদে’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, বেসিস পরিচালক দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মেলা সম্পর্কে বেসিস সভাপতি আলমাস কবীর জানান, আমরা ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিতে দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি, মেলার শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। পরিবর্তিত জীবনধারায় প্রযুক্তি স্লোগানে এ মেলার আয়োজক দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক সংগঠন বেসিস। আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। নিবন্ধনসাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করা যাচ্ছে। চার দিনের এ প্রদর্শনী শেষ হচ্ছে আজ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ