বুধবার, ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ সন্ধ্যায় ঢাকা মাতাবেন এ আর রহমান

প্রকাশঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম মাতাবেন উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান। এ উপলক্ষে সুরকার, সংগীত পরিচালক অস্কারজয়ী এ আর রহমান এখন ঢাকায়।

মুকাবালা, মুকাবালা; দিল হ্যায় ছোটা সা; জিয়া জ্বালে, জিয়া জ্বালে; বন্দে মাতরম- এসব বিখ্যাত গানের সুরকার এ আর রহমান। তার সুরারোপিত গানে মুগ্ধ গোটা বিশ্ব। শুধু সুর করেন না, গানও গান। তার সুফি গানের মূর্ছনায় রোমাঞ্চিত সংগীতপিপাসুরা।

রবিবার রাত সাড়ে ৯টায় প্রায় ১০০ সঙ্গী নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ উপলক্ষে আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ আর রহমান ৩৫টি গান গাইবেন।

জমকালো অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পৃষ্ঠপোষক দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সংগীত করেছেন। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ ও ‘আজও শুনি বজ্রধ্বনি’ গান দুটি তিনি গাইতে পারেন মঞ্চে। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানের শুরুতে গান গাইবেন দেশের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘মাইলস’ এবং এরপর গাইবেন মমতাজ। অনুষ্ঠান সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে ডিএমপি। মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং এবং মিরপুর স্টেডিয়ামের আশপাশের ফিডার রোডসমূহে যানবাহন চলাচলে অনুষ্ঠান চলাকালীন সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : লস অ্যাঞ্জেলেসে ভোর রাতে বসছে অস্কারের ৯৪তম আসর

অনুষ্ঠানের জন্য তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্ট্যান্ড- ক্লাব হাউসের টিকিটের মূল্য ১ হাজার টাকা। মাঠের টিকিটের মূল্য দুই ক্যাটাগরিতে। গোল্ড ক্যাটাগরির টিকিট ৫ হাজার আর প্লাটিনাম ক্যাটাগরির মূল্য ১০ হাজার টাকা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সংগীতপিপাসুদের মাঠে ঢুকতে হবে বিকাল ৩টায়। ৫টায় গেট বন্ধ হয়ে যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ