গত কেয়েক দিনের মতো আজ মঙ্গলবারও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা ভিড় করছেন কাওরান বাজারের সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২৩০১ থেকে ২৭০০ সিরিয়ালের টোকেনধারী অর্থাৎ ৪০০ জনকে টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ালাইন্স।
এদিকে ৪ অক্টোবর থেকে নতুন টোকেন দেয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা অনেকেই না জানায় টোকেন নিতে এসে ভোগান্তিতে পড়েছেন।
আবার যাদের ভিসার মেয়াদ কাল শেষ হবে তারা আছেন উৎকণ্ঠায়। কারণ, টিকিট পাওয়ার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে উঠতে হবে ফ্লাইটে। তাই, ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে বিমান অফিসে সকাল ১০টা থেকে শুরু হয় টিকিট দেয়া। যাদের ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিরতি টিকিট কাটা ছিল তাদেরই আজ টিকিট দেয়া হচ্ছে। আজ যারা টিকিট পাচ্ছেন তাদের ফ্লাইট ১ অক্টোবর। যারা টিকিটের জটিলতায় পড়েছেন তারাই বিমান অফিসের সামনে জড়ো হয়েছেন। বিমান কর্তৃপক্ষ জানিয়ছে তারা ১ হাজার ৪শ ৪৩ জনকে তিনটি ফ্লাইটে পাঠাবে।