সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ৭ মে পর্যন্ত

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামনের কারণে আবারও বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে । দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আগামী ৭ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ নিয়ে চতুর্থ দফা বাড়ানো হয়েছে এ নিষেধাজ্ঞা। তবে এরপরই শর্ত সাপেক্ষে খুলে দেয়া হতে পারে দেশের বিমানবন্দরগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আবারও নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

জানা গেছে, সীমিত আকারে কিভাবে ফ্লাইট চালু করা যায়- সে কর্ম কৌশলও মোটামুটি তৈরি করা হয়েছে। এয়ারলাইন্সগুলোকে ইতোমধ্যে এ সংক্রান্ত দিক নির্দেশনা দেয়া হয়েছে। তবে এয়ারপোর্ট বন্ধ থাকলেও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকবে, যাতে জরুরী ফ্লাইট ওঠানামা করতে পারে। এবারের নিষেধাজ্ঞার পর পরিস্থিতির উন্নতি হলে ৭ মের পর সীমিত আকারে দেশের সব বিমানবন্দর খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। বিশেষ করে ১০ মে থেকে ফ্লাইট চলাচলের টার্গেট নিয়ে টিকেট বিক্রির প্রস্তুতি নিবে দুটো বেসরকারী এয়ারলান্স ইউএস বাংলা ও নভোএয়ার। ইউএস বাংলার এমডি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে নিয়ে হলেও ঈদের আগেই ফ্লাইট চালানোর সুযোগ দিতে হবে। তা না হলে সঙ্কট আরও চরমে উঠবে। এ শিল্পকে টিকিয়ে রাখা যাবে না।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ