সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে ভারত

প্রকাশঃ

পূর্বনির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে ভারত। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্সের মতো ২৭টি দেশের সঙ্গে ‘বন্দে ভারত মিশন’ এবং নির্ধারিত ফ্লাইটের অধীনে যে ‘ট্রাভেল বাবল’ সৃষ্টি করেছে তা অব্যাহত থাকবে। এর অধীনে সরকারি নিয়মনীতি অনুসরণ করে বৈধ যাত্রীরা ভারতে আসতে ও ভারত থেকে গন্তব্যে যেতে পারবেন।

এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। উল্লেখ্য, ভারত এর আগে ২০২০ সালের ২৩শে মার্চ পূর্বনির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ দেয়। তারপর থেকে সেখানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা হয়নি। এখন নতুন করে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত। করোনা ভাইরাস মহামারির যে বাড়বাড়ন্ত তাতে সহসাই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে বলে মনে হয় না।

এতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল বিষয়ক ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ) পূর্বনির্ধারিত সকল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের চলাচলের স্থগিতাদেশ ৩০শে এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করেছেন। তার নির্দেশে বলা হয়েছে- এই বিধিনিষেধ আন্তর্জাতিক সব কার্গো অপারেশনের ক্ষেত্রে এবং ডিজিসিএ অনুমোদিত কোনো বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এতে আরো বলা হয়েছে, পূর্বনির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটকে তার নির্বাচিত রুটের ওপর ভিত্তি করে অনুমোদন দেয়া যেতে পারে। এরই মধ্যে ভারত বন্দে ভারত মিশনের অধীনে অনেক স্থানে ফ্লাইট পরিচালনা করেছে। ২৭টি দেশের সঙ্গে তৈরি করেছে ‘এয়ার বাবল’। যাত্রীদের ক্যাটেগরি অনুযায়ী বন্দে ভারত মিশন এবং এয়ার বাবল আয়োজনের অধীনে আন্তর্জাতিক ভ্রমণের অনুমোদন দেয়া হচ্ছে। তবে সব রকমের আন্তর্জাতিক কার্গোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ