বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত আজ

প্রকাশঃ

বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচলে (চীন ছাড়া) আগামী ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। তবে ১৫ জুনের মধ্যেই কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিতে পারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্র জানিয়েছে, আগামী ১৫ জুন সোমবার। এর আগে কার্যদিবস আর মাত্র ১ দিন। তাই এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোকে ৩-৪ দিন প্রস্তুতির সময় দিয়ে ফ্লাইট চালুর ঘোষণা আসতে পারে আজ।

এ নিয়ে গত কয়েকদিন ধরে সিভিল এভিয়েশনের সাথে দফায় দফায় আলোচনা করে বেবিচক।

বেবিচক সূত্র জানায়, প্রথমে সব দেশে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে না। তবে যুক্তরাজ্য, হংকং এবং কাতারের সাথে ফ্লাইট চালুর বিষয়টি জোড়ালোভাবে শোনা যাচ্ছে। কাতার বাংলাদেশিদের নিজ দেশে ঢুকতে না দিলেও অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে বিমানবন্দরে অবস্থান করতে দেবে।

ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, চীন, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

তাই আমরা চাইলেও সব রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিতে পারি না। কাতারের সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে। তারা বাংলাদেশিদের সেদেশে ঢুকতে না দিলেও তাদের বিমানবন্দর পর্যন্ত নিয়ে অন্যান্য দেশে পৌঁছে দেবে। আমরা দিনভর মিটিং করে যাচ্ছি। আশা করছি, এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহের প্রথমভাগে ফ্লাইট চালু করতে পারব।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ