বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমলো

প্রকাশঃ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক ধাপ আগের চেয়ে সামান্য কমলো। সোমবার (৫ সেপ্টেম্বর) ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক করা হয়েছে, তারা প্রতিদিন ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন করবে। এর জেরে বিশ্ববাজারে তেল সংকট ঘনীভূত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছিল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট অথবা শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৩ শতাংশ।

শুক্রবার মূল্য বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৩ ডলার বা দুই শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে শূন্য দশমিক ৩ শতাংশ।

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ফিউচার সোমবার থেকে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৭ ডলারে উন্নীত হয়েছে এবং শুক্রবারের বন্ধের তুলনায় ১ দশমিক ৭০ ডলার বা ২ শতাংশ বেশি ছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ