শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

প্রকাশঃ

আমদানির পণ্যের মূল্য যাচাই করে লেনদেন করার জন্য দেশের সকল অথরাইজড ডিলারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অথরাইজড ডিলারদের আমদানি পণ্যের লেনদেনের আগে অর্থাৎ চুক্তির দিন আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্য যাচাই করতে, একই সময়ে আমদানি পণ্যের সমসাময়িক মূল্যের সঙ্গে যাচাই করে লেনদেন করতে হবে বলে ফরেন এক্সচেঞ্জ ট্রান্সজেকশন-২০১৮ (জিএফইটি) গাইডলাইনে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কার্যকরী আমদানি নীতি ও আদেশের বিধান, সরবরাহকারীদের ক্রেডিট রিপোর্ট, কেওয়াইসি এবং এএমএল/সিএফটি মেনে চলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমদানি পণ্যের লেনদেন করার পূর্বে বিদ্যমান বৈশ্বিক কমোডিটি মার্কেট ট্রেন্ড দেখে এবং মূল্য প্রতিযোগিতা যাচাইয়ের জন্য নিয়ন্ত্রক প্যারামিটারগুলো মেনে চলতে হবে।

আলোচ্য বিষয় অথরাইজড ডিলারদের শাখা, অফশোর ব্যাংকিং অপারেশনস এবং সেন্টাল ট্রেড প্রসেসিং সেন্টারে নোটিশ দেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ