মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি ও অন্যজন ফিলিপিনো। এ নিয়ে আমিরাতে মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার নতুন করে দু’জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নতুন করে শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের সঙ্গে এ ভাইরাসে আক্রান্ত এক চীনা ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল।
আমিরাতে প্রথম এ ভাইরাস ধরা পড়ে গত ২৮ জানুয়ারি। তখন দেশটি সফররত একটি চীনা পরিবারের চার সদস্যের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এক পর্যায়ে রাজধানী বেইজিং ছাড়া চীনের মূল ভূখণ্ডের অন্যান্য স্থানে যাবতীয় যাত্রবাহী ফ্লাইট চলাচল স্থগিত করে দেশটি।