বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

আমিরাতে ১২ টি দেশের দর্শনার্থী ভিসা সাময়িক স্থগিত

প্রকাশঃ

বিশ্বের ১২টি দেশের দর্শনার্থীদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গত বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আমরা জেনেছি যে, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানসহ ১২টি দেশের নতুন দর্শনার্থী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা বিশ্বাস করি।

তবে ইতোমধ্যে জারি করা ভিসায় এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না বলে পাকিস্তানের পররাষ্ট্র অফিস জানিয়েছে। কোন কোন ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ জারি করা হবে তা পরিষ্কার করা হয়নি।

কারণ সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা, পর্যটক, ট্রানজিট এবং শিক্ষার্থীসহ বিভিন্ন ভিসা বিভাগ রয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত সরকার তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তানের দর্শনার্থী ভিসা প্রদান স্থগিত করেছে।

এর আগে, জুনে পাকিস্তানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো ৩ জুলাই পর্যন্ত পাকিস্তান থেকে যাত্রীসেবা সাময়িকভাবে স্থগিত করেছিল। পাকিস্তানে গত মাসের শেষের দিক থেকে ফের করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ৬৩ হাজার ৩৮০ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছে সাত হাজার ২৩০ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ