বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আরসিবিসিকে জড়ানোয় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশঃ

বিশ্বের সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা ঘটেছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় আরসিবিসির সম্পৃক্ততার কথা বলেছে বাংলাদেশে ব্যাংক।

ওই চুরির ঘটনায় আরসিবিসিকে জড়ানোয় ফিলিপাইনের ওই রিজাল কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করে। কোম্পানির সুনাম ও ভাবমূর্তির ওপর আক্রমণ চালানোয় ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করে মামলা করেছে আরসিবিসি।

তবে এর আগে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক।

মামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আরসিবিসি মামলা করেছে বলে বিদেশি বার্তা সংস্থার মাধ্যমে জেনেছি।

এটি যেহেতু আন্তর্জাতিক আদালতে মামলা তাই এ বিষয়ে কিছু বলা যাবে না। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল এখন ফিলিপাইনে। তারা দেশে এলে এ বিষয়ে বলতে পারবেন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট সিস্টেমে ৭০টি ভুয়া পরিশোধ অর্ডার পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১৯২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অবৈধভাবে নেয়ায় চেষ্টা করা হয়। এর মধ্যে একটি পরিশোধ অর্ডারে শ্রীলঙ্কায় ২ কোটি ডলার ও চারটি অর্ডারে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকের একটি শাখার ভুয়া গ্রাহকের অ্যাকাউন্ট হয়ে জুয়ার বাজারে চলে যায়।

শ্রীলঙ্কা থেকে ইতোমধ্যেই চুরি হওয়া সব অর্থ ফেরত এসেছে। ফিলিপাইনে যাওয়া অর্থের মধ্যে এক কোটি ৫০ ডলার দেশটির কোর্টের আদেশে ফেরত আনা হয়েছে। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার অনাদায়ী রয়েছে, যা আরসিবিসির কাছ থেকে আইনি প্রক্রিয়ায় উদ্ধারের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক মাইয়া দেগুইতো। এতে তার ৩২ থেকে ৫৬ বছর কারাদণ্ড দিয়েছেন ফিলিপাইনের একটি আদালত। কিন্তু আরসিবিসি থেকে জানানো হয়েছে, চুরি যাওয়া ওই অর্থ এখন তাদের দখলে নেই।

High Success Rate 300-209 Doc For CCNP Security

Jia Cheng said, who asked us to participate in fund raising time so late.Ruijuan sensible reason for self criticism, which can not blame the government, blame Cisco 300-209 Doc ourselves, we can not Cisco 300-209 Doc use this policy. Besides, you 300-209 Doc CCNP Security 300-209 have not promised me, you do not know my conditions and requirements, this is not fair, my aunt She said, I can not afford to, do not fold my life, my CEO. Well, you, you mean, you testify, can you prove it I did not prove it, he finally touched a piece of biscuits 300-209 Doc and cards. If the golden baby Implementing Cisco Secure Mobility Solutions son does not make a mistake, also took them to eat a family reunion dinner, eight people just a table, round Cisco 300-209 Doc the world, and harmony, eating, talking, how good. Cisco 300-209 Doc She committed suicide, it is estimated swallowed sleeping pills.Jia Cheng down breath, ah, ah, this is it.

Really cool.You know, what is the difference between war and ordinary people Maybe you really do not know. They smashed the Cisco 300-209 Doc bottles not smashed http://www.examscert.com/300-209.html on the ground and hit their heads I also smashed, start really dare, in fact, then what, accustomed to nothing, I can 300-209 Doc tell you do not have to special training, as long as you have the courage to quickly hit fast income, the brain shock then , Do not Cisco 300-209 Doc let the glass bald zoned on the line, so the general unit performance is wearing Cisco 300-209 Doc a training cap, which is tricky. Old hammer I used to hammer, I also get used to hammer.The results of each rest, I was idle, go to the training ground obstacles to practice single parallel Implementing Cisco Secure Mobility Solutions bars or CCNP Security 300-209 something, or else I can not stand.

Prepared Chen Mulan for the well being of public suffering, Yang vice minister of love of the people of the matter. Emperor Xianfeng more see the eyes http://www.testkingdump.com of Cisco 300-209 Doc Zeng Guofan a pair of triangular eyes gas, my heart could not help gas angrily thought Cisco 300-209 Doc How did the emperor make such an ugly as assistant minister Qing no one ye He finally closed his eyes could not bear to see, waved his hand You knelt it teach you clever Zeng Guofan kowtow to thank, slowly withdraw from. Daoguang took a look at the money, did not say a Implementing Cisco Secure Mobility Solutions word to press down, got a stay in the fat end. No matter what people are doing, must truthfully play, not leniency You go Du Tian, Hua Shaner, Ji Chi Cheung knelt down Chen and other obey, Chen and CCNP Security 300-209 other retreat. Daoguang emperor pro government has been thirty three, 300-209 Doc is already a deep city, thrift famous person.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ