গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ’র সাথে গত ২৯/০৮/২০২১ ইং তারিখে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জাানান অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও এর সঙ্গে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন এফসিএ। মাননীয় সচিব অগ্রণী ব্যাংক এর এমডি এবং সিইও, তার সঙ্গে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে সরকারের নীতি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জণগণকে আর্থিক সেবা প্রদান করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। আন্তরিকতাপূর্ণ এ সাক্ষাৎকার এর সময় এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম পদ্মাসেতুতে বৈদেশিক মুদ্রার যোগান দাতা অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে রেমিট্যান্স এ প্রথম, সবুজ অর্থায়নে প্রথম সহ বিভিন্নসূচকে এগিয়ে থাকার বিষয়ে তুলে ধরেন। তিনি জাতির পিতার প্রদত্ত নাম অগ্রণী ব্যাংক গ্রাহক বান্ধব সেবা প্রদান করে অগ্রে থাকার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব এর সাথে অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও’র সৌজন্য সাক্ষাৎ
প্রকাশঃ