দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘আর্থিক সাক্ষরতাই নিশ্চিত করবে সুরক্ষিত ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যের ভিত্তিতে ২০২৫ সালের আর্থিক সাক্ষরতা দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে ৩ মার্চ ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান বলেন, “আর্থিক সেবাবঞ্চিত সাধারণ মানুষের কাছে সাধ্যের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছানোই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।” তিনি আরো বলেন, স্কুল ব্যাংকিং হিসাব, পথশিশু ও কর্মজীবী মানুষের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে সাধারণ মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য ইউসিবি ধারবাহিক উদ্যোগ পরিচালিত করছে। শুধুমাত্র টাকা গ্রহণ ও প্রেরণ নয়, নিম্ন আয়ের মানুষদের সঞ্চয়ে আগ্রহী করা, ডিজিটাল লেনদেন ব্যবহারে উৎসাহী করা এবং ক্ষুদ্র ঋণসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করাই আর্থিক অন্তর্ভুক্তির মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি ব্যাংকের সকল কর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: রিদওয়ানুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: সেকান্দার-ই-আজম, সৈয়দ হাসনাইন মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, “ইউসিবি সবসময় আর্থিক সাক্ষরতা বৃদ্ধি ও সারাদেশে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে জাতির সেবায় অঙ্গীকারবদ্ধ।”