বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ ‘ওরিয়েন্টেশন কোর্স অন ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ওরিয়েন্টেশন কোর্স অন ব্যাংকিং’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ২৫ আগস্ট ২০১৯, রবিবার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ব্যাংকের সার্বিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন একজন গ্রাহকের আমানত ও বিনিয়োগের রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ব্যাংকারকে অবশ্যই সততা এবং আন্তরিকতার মাধ্যমে কাজ করতে হবে। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ