বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আশুলিয়ার জিরানী বাজারে এক্সিম ব্যাংকের ১৪২তম শাখা উদ্বোধন

প্রকাশঃ

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় আশুলিয়ার জিরানী বাজারে এক্সিম ব্যাংকের ১৪২তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ (অক্টোবর ১৬, ২০২২) জিরানী বাজার শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মইদুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান, এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন এক্সিম ব্যাংক একাধারে আধুনিক ও ইসলামি ব্যাংকিং এর সমন্বয়ে দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে আলোচনা করেন । তিনি আরও বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ