বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউএস বাংলার বহরে আরো একটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে

প্রকাশঃ

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে আরও একটি নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিমানটি অবতরণের কথা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে এয়ারক্রাফটটি গ্রহণ করবেন। এ সময় উপস্থিত থাকবেন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন বিমানটি ফ্রান্সের ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে ওমান হয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটিতে সর্বমোট ৭২টি আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্ণধার আব্দুল্লাহ আল মামুন। এটিআর ৭২-৬০০ যুক্ত হলে ইউএস-বাংলার বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে ১০টি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ