শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউক্রেনে প্রথম ক্রেমিনা শহর দখলে নিলো রুশ সেনারা

প্রকাশঃ

ইউক্রেনে প্রথম ক্রেমিনা শহরের দখল নিয়েছে রুশ সেনারা। তাদের আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার (১৯ এপ্রিল) আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এটাই প্রথম কোনো শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিলো পুতিন বাহিনী। খবর রয়টার্সের।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহিয়া গাইদাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ক্রেমিনা অর্কদের (কল্পিত মানবাকৃতির দানব, এখানে রুশ সেনাদের বোঝানো হয়েছে) নিয়ন্ত্রণে। ওরা শহরে ঢুকে পড়েছে।

ইউক্রেনীয় এ কর্মকর্তা বলেন, আমাদের রক্ষকদের (ইউক্রেনীয় সেনা) প্রত্যাহার করতে হয়েছে। তারা নতুন অবস্থান নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে রুশ বাহিনী ঠিক কখন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তা নিশ্চিত করেননি তিনি। শুধু বলেছেন, রুশ সেনারা ‘চতুর্দিক থেকে’ আক্রমণ করেছিল।

রাশিয়া আক্রমণ করার আগে ক্রেমিনা শহরের জনসংখ্যা ছিল ১৮ হাজারের বেশি। লুহানস্ক গভর্নর বলেন, বেসামরিক কতজন মারা গেছেন তা গোনা অসম্ভব। আমাদের সরকারি পরিসংখ্যান বলছে প্রায় ২০০ জন, তবে বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি।

আরও পড়ুন : রাশিয়ার বেলগোরদে জ্বালানি ডিপোতে এবার ইউক্রেনের হামলা

রাশিয়া অবশ্য শুরু থেকেই বেসামরিক লোকজন হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। গত সোমবার ইউক্রেন বলেছে, রুশ বাহিনী পুনগর্ঠিত হয়ে দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে।

রুশ বাহিনী ক্রেমিনার নিয়ন্ত্রণ নেওয়া মানে বড় শহর ক্রামতোর্স্ক দখলের আরও একধাপ কাছাকাছিও পৌঁছে যাওয়া। এটি পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ আক্রমণের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে একটি। ডনবাস অঞ্চল ও দক্ষিণের বন্দর শহর মারিউপোল দখল করলে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া অঞ্চলের মধ্যে স্থলসংযোগ স্থাপন রাশিয়ার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করেছিল রুশ বাহিনী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ