লিবিয়া উপকূলে নৌকায় করে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে দেশটির কোস্ট গার্ড ২০০ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ১৭১ জন বাংলাদেশি রয়েছেন। এ সম্পর্কে লিবিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দর আলী ভয়েস অব আমেরিকাকে বলেন, দালালদের খপ্পরে পড়ে তারা দেশ ছেড়ে ছিল। পরে এসব অভিবাসীকে ত্রিপোলির উপশহর জানজুর এবং আবু সেলিম ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ১৭১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
ইউরোপ যাত্রাকালে ভূমধ্যসাগর থেকে ১৭১ বাংলাদেশি উদ্ধার
পূর্ববর্তী নিবন্ধ