শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউসিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেয়ে উচ্ছ্বসিত নওগাঁর ৩৫০ কৃষি-উদ্যোক্তা

প্রকাশঃ

“কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, সেই বিষয়ে কোনো ব্যাংক যে কৃষকদের ডেকে এনে প্রশিক্ষণ দেয়, তা আমি জীবনে প্রথম দেখলাম। এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই দরকারি। এর আগে ব্যাংক আমাদের জৈব সার, উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি উপহার দিয়েছে, যা আমাদের মতো গরিব কৃষকদের অনেক উপকার করেছে।” কথাগুলো বলছিলেন নওগাঁর ধামুরহাট উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা। দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র উদ্যোগে নওগাঁ জেলায় আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সোহেল রানার মতোই উচ্ছ্বাস দেখা যায়।

সম্প্রতি (৬ ফেব্রুয়ারি) নওগাঁ জেলার ১১টি উপজেলার ৩৫০ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে নিয়ে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল কালাম আজাদ; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: সাইফুল ইসলাম; জেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আলী; ইউসিবির রাজশাহী বিভাগের আঞ্চলিক প্রধান নূপুর কর্মকার এবং ব্যাংকটির নওগাঁ শাখার ব্যবস্থাপক এস এম মাসুদ রানা।
অনুষ্ঠানে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহমেদ বলেন, “দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমরা কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি-উদ্যোক্তাদের সক্ষম করে তুলতে চাই। আমাদের বিশ্বাস, এই কর্মসূচি কৃষি-উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।”

রেজাউল করিম সিদ্দিক বলেন, “আমি আনন্দিত যে, ইউসিবি কৃষকদের জন্য ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ লাগানো, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ ডিভাইসের মতো আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ, তামাকের পরিবর্তে ভুট্টা চাষে উৎসাহ প্রদান, বজ্রপাত থেকে রক্ষা পেতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ। এই উদ্যোগগুলো দেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে আরও সক্ষম করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ