ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ইস্যুকৃত ১২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ক্লোজ করেছে। এটি বাংলাদেশের বেসরকারি খাতে ইস্যুকৃত সর্ববৃহৎ ক্যাপিটাল বন্ড, যা দেশের আর্থিক খাতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মূলধন উত্তোলন কার্যক্রমের এই সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করেছে, ফলে ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়িক সক্ষমতা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা আরও সম্প্রসারিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) শাহিদুর রহমান খান, ব্যাংকের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।