মঙ্গলবার, ২৮শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

প্রকাশঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১২ জানুয়ারি ২০১৯ শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির, এফসিএ, মো: সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ ও মো: কামরুল হাসান। আরও বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান ও ৩৪২ টি শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন।

সম্মেলনে জানানো হয় ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯২ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৬ হাজার ৭ শত ৯০ কোটি টাকা বেশি। একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭৩৭ কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। ২০১৮ সালে ইসলামী ব্যাংক আমদানি, রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ করেছে যথাক্রমে ৩৯ হাজার ৯৮২ কোটি, ২৫ হাজার ১৫৯ কোটি এবং ২৭ হাজার ৫২১ কোটি টাকা।

চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথির ভাষণে ২০১৮ সালে ব্যাংকের ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। ব্যাংকের অগ্রগতিকে আরও বেশি ত্বরান্বিত করতে অভ্যন্তরীণ গবেষনা ও প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আগামী দিনের অর্থনৈতিক ও ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি তরুণ নেতৃত্বকে আরো বেশি সুযোগ দেয়ার আহবান জানান। ইসলামী ব্যাংকের প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা জনপ্রিয় করতে তিনি ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ম্যানেজিং ডাইরেক্টর প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বিগত বছর সমূহের ধারাবাহিকতায় এ বছরও ব্যবসায়িক সকল সূচকে প্রথম স্থানের শিরোপা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পরিচালিত উন্নয়ন বান্ধব সরকারের সার্বিক সহযোগীতা ও সমর্থন ইসলামী ব্যাংকের সামগ্রিক সাফল্যে বিশেষ ভুমিকা রেখেছে। তাঁর নেতৃত্বে রুপকল্প ২০২১ ও ২০৪১ পূরণে ইসলামী ব্যাংক অগ্রণী ভুমিকা পালন করবে বলে জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, ২০১৮ সালে ইসলামী ব্যাংক ৩০৫ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলেছে। গত বছরও পর পর ৭ম বারের মতো বিশ্বব্যাপী এক হাজার ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক স্থান ধরে রাখায় বক্তারা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় রিটেইল ইসলামিক ব্যাংক, দেশের সেরা করদাতা, বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড, বেস্ট ইসলামী ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড, সাফা অ্যাওয়ার্ড প্রমাণ করে ইসলামী ব্যাংক দেশের সকল নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়মনীতি পরিপালন কারী ব্যাংক। বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন বিরাজমান যা সকল প্রতিষ্ঠানের জন্য পরিপালন সংস্কৃতির মডেল হিসেবে কাজ করছে।

50% Discount HP2-Z34 Exam Practice PDF For ASE

HP HP2-Z34 Exam Practice PDF The http://www.passexamcert.com/HP2-Z34.html reasons HP HP2-Z34 Exam Practice PDF are as follows 1. ASE HP2-Z34 At that time, people were highly aware and responded to national policies. You must call the Red Soldier right away. HP2-Z34 Exam Practice PDF As the sky has been Building HP FlexFabric Data Centers wiped out, Liu Haizhu came HP HP2-Z34 Exam Practice PDF closer and discovered that Zhang Haoran is not alone.

You still don t take me as a daughter. For the HP2-Z34 Exam Practice PDF newly built brick to HP HP2-Z34 Exam Practice PDF top tile house, he not only runs around it during the day, but also at night, he begins to circle around it. I am married. A Building HP FlexFabric Data Centers http://www.examscert.com good man who stands tall. They didn t care HP HP2-Z34 Exam Practice PDF ASE HP2-Z34 if they were not in this place. Su Daqiang stretches his chest and ends, only to smile back and smile.

Back to the house also have nothing to say, many things, his HP HP2-Z34 Exam Practice PDF face ugly.In the HP HP2-Z34 Exam Practice PDF evening she pours into young celery, HP HP2-Z34 Exam Practice PDF about her unlucky destiny and rich difficulties. As the man said, she had HP2-Z34 Exam Practice PDF enjoyed her virgin meal.Blood surging on the face filled with shame and guilt. Only Building HP FlexFabric Data Centers a large nasal mask sheltered a half face, always reluctant to ASE HP2-Z34 take off, as heavy curtains tightly closed her heart window, people can not HP HP2-Z34 Exam Practice PDF see, do not understand HP2-Z34 Exam Practice PDF her in her heart is Tell me, what pensive pour out.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ