সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান প্রফসর ডা. কাজী শহীদুল আলম

প্রকাশঃ

বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহীদুল আলমকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া প্রফেসর ড. মো. সালেহ জহুরকে নতনি ভাইস-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. কাজী শহীদুল আলম বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর সিনেট সদস্য, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, প্ল্যাটিনাম এন্ডেভারস লিমিটেডের প্রতিনিধিত্বকারী ইসলামী ব্যাংকের ব্যাংকের একজন পরিচালক। বর্তমানে তিনি অধ্যাপক ড. আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের সদস্য, খুলনার বিএনএসবি হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এবং বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) এর কার্যনির্বাহী কমিটির সদস্য।

ডা. শহীদুল আলম ১৯৭২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ সালে, তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ডি. অর্থোপেডিক সার্জারি এবং ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিক সার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি ১৯৮৭ সালে ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জনস ইউএসএ-এর ফেলো উপাধি লাভ করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে ইন্দোনেশিয়ায় ডঐঙ ফেলো হয়েছে। অধ্যাপক শহীদুল আলম ঢাকা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমা অ্যান্ড রিহ্যাবিলিটেশনে বিভিন্ন পদে বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক, বিএসএমএমইউ-এর অর্থোপেডিক সার্জারি, পরিচালক, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. কাজী শহীদুল আলম সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ, ১৯৭২ (স্বাধীনতার পর প্রথম নির্বাচন), আহ্বায়ক, বাংলাদেশ মেডিকেল ইন্টার্নী অ্যাসোসিয়েশন, ১৯৭৩, সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, ১৯৯১-১৯৯২ (২ মেয়াদ) সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ১৯৯৪-৯৬, সভাপতি, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, ১৯৯৭-২০০১ (২ পদ), সচিব, প্রক্রিচি (প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং কৃষিবিদ), ১৯৯৫-৯৭, প্রতিষ্ঠাতা সভাপতি, স্নাতকোত্তর ডক্টরস সোসাইটি বাংলাদেশের, ১৯৯৮-২০০১ এবং বর্তমানে সভাপতি, বাংলাদেশ রোগী কল্যাণ তহবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চিকিৎসা সেবার প্রতি নিষ্ঠা ও নিষ্ঠার জন্য ২০১১ সালের এপ্রিল মাসে অধ্যাপক আলমকে স্বর্ণপদক প্রদান করে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ