বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ই-কমার্স : ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি) নেওয়া বাধ্যতামূলক

প্রকাশঃ

ই-কমার্স ব্যবসা করতে হলে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি) নেওয়া বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশে । শুধু অনলাইনে আবেদন করে সহজেই যাতে এটি নিবন্ধন করা যায় সে প্রক্রিয়া চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের লক্ষ্য আগামী দুই মাসের মধ্যেই এ সেবা চালু করা; এর মাধ্যমে ই-কমার্সভিত্তিক নতুন ও পুরাতন সব প্রতিষ্ঠানকে একই ডাটাবেজের আওতায় আনা।

ইউবিআইডি পেতে শুরুতে ই-কমার্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকে জামানত রাখার কথা বলা হলেও তা আপাতত থাকছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

স্বতন্ত্র এ নম্বর কীভাবে দেওয়া হবে তা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে এটুআই (একসেস টু ইনফরমেশন)। এ জন্য নিবন্ধনের একটি কাঠামো (ফরম্যাট) চূড়ান্ত করা হয়েছে। সেটিকে এখন ডিজিটাল কাঠামোতে রূপ দেওয়ার কাজ করবে তারা।

বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃবিভাগীয় বৈঠকে এ কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ই-কমার্স নিয়ে গঠিত বহুপক্ষীয় কমিটির সমন্বয়ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান।

কবে চালু হবে

“আগামী দুই মাসের মধ্যে এ সেবা চালু হবে। যারা ই-কমার্সে বিজনেস করবে, তাদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। কাজটি হবে অনলাইনে,” বলছিলেন সফিকুজ্জামান। “আমরা প্রক্রিয়াটিকে খুব সহজ করেছি। যাতে এটি চালু করতে গিয়ে কোনো ব্যবসা মুখ থুবড়ে না পড়ে।”

এ বিষয়ে কাজের অগ্রগতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, ই-কমার্স নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত কমিটি ইউবিআইডি সেবা চালুর বিষয়ে এটুআইকে দায়িত্ব দিয়েছে। ইতোমধ্যে এ নিয়ে একাধিক বৈঠক হয়েছে। একটি কাঠামো ঠিক করা হয়েছে।

নিতে হবে কোন প্রতিষ্ঠানের

দেশে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য স্বতন্ত্র এ নম্বর- ইউবিআইডিকে ট্রেড লাইসেন্স নেওয়ার ‘পূর্বশর্ত’ হিসেবে ভবিষ্যতে কার্যকর করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আপাতত ই-কমার্সের জন্য এটি বাধ্যতামূলক করা হবে। ভবিষ্যতে দেশের ভেতরে যে কোনো ব্যবসার জন্য এটা বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবনায় রয়েছে বলে জানান তারা।

একক কোম্পানির বেলায় তো বটেই, একটি বড় শিল্প গ্রুপের একাধিক কোম্পানি থাকলে প্রতিটির জন্য পৃথক ইউবিআইডি নিতে হবে। এটি পুরোদমে কার্যকর করা গেলে দেশে একই নামে আলাদা কোম্পানি করার সুযোগ বন্ধ হবে। কেননা একটি কোম্পানি ইউবিআইডি নিয়ে নিলে তখন অন্য কারও তা ব্যবহারের সুযোগ বন্ধ হবে।

কর্মকর্তাদের যুক্তি, এতে দেশে পরিচালিত সব ধরনের কোম্পানির প্রাথমিক তথ্যসহ মালিক ও উদ্যোক্তাদের তথ্য জানা যাবে।একটি কোম্পানির নামে কেউ একটি ইউবিআইডি নেওয়ার পর সেই নামে আর কারও আবেদনের সুযোগ থাকবে না উল্লেখ করে এটুআইয়ের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, এর ফলে কেউ নামে বেনামে ই-কমার্স প্রতিষ্ঠান চালু করতে পারবে না। এক নামে দেশে একাধিক কোম্পানি চালু করার সুযোগও থাকবে না। এটি কোনো প্রতিষ্ঠানের অনিয়ম বন্ধে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে।অনলাইনে ডিজিটাল গ্যাজেট বিপণন করে পরিচিতি পাওয়া ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবো’র সিইও মনির হোসেন তালুকদার বলেন, সম্প্রতি ই-কমার্সে নানা প্রতারণার ঘটনা ছড়িয়ে পড়ার পর সরকারি বেশ কিছু উদ্যোগের অংশ হিসেবেই হয়ত ইউবিআইডি চালুর কথা বলা হচ্ছে।
“এই সম্পর্কে প্রেস কনফারেন্সে সরকারি কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া আর বিস্তারিত কিছু জানতে পারিনি। যতটুকু বোঝা যাচ্ছে চালু হতে যাওয়া এসক্রো সিস্টেম ও কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটা ইন্টারলিংক করার জন্য আইডিটা কাজে লাগানো হবে।“

ই-কমার্সকে অনিয়মমুক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগ হয়তো বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। চলমান সংস্কার উদ্যোগগুলোকে ইতিবাচক বললেও ব্যাংকে নিরাপত্তা জামানতের বিষয়টি বাধ্যতামূলক করা হলে তা এ খাতের জন্য চ্যালেঞ্জিং হয়ে দেখা দিতে পারে বলে ধারণা তার।

কীভাবে মিলবে ইউবিআইডি

অনলাইনে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। এজন্য সুনির্দিষ্ট তথ্যগুলো পাওয়ার পর স্বতন্ত্র এ নম্বর বরাদ্দ করা হবে ওই প্রতিষ্ঠানকে। ইউবিআইডি পেতে একটি ওয়েবসাইট চালু করে সেখানে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের অপশন রাখা হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের আবেদন পাওয়ার পর তাদের তথ্যগুলো নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে যাচাই করা হবে। যাচাইয়ে সব ঠিক থাকলে তাদেরকে ইউবিআইডি দেওয়া হবে।

যা লাগবে

একজন উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র, তার নামে নিবন্ধন করা মোবাইল নম্বর, ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট ও স্থায়ী-অস্থায়ী ঠিকানা জমা দিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান।

এখন যা লাগে

বর্তমানে প্রচলিত ও অনলাইন ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়। এর বাইরে ব্যবসার ধরন অনুযায়ী আরও কিছু সনদ নেওয়ার প্রয়োজন রয়েছে। কর দিতে ইটিআইএন ও ভ্যাট দিতে বিআইএন নিতে হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ