শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশঃ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন । বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে তেজগাঁওয়ের নাসির টাওয়ারে বিক্ষোভ শুরু করেন তারা।

আলেশা কার্ডের বরিশাল বিভাগের টেরিটরি সেলস ম্যানেজার বলেন, গত বছরের অক্টোবর থেকে আমাদের বেতন দেওয়া হয়নি। দেবো, দিচ্ছি করে দিন পার করা হচ্ছে। এছাড়া চাকরি শুরুর পর থেকে টিএ-ডিএ দেওয়া, বিল ভাউচারের টাকা পরিশোধ করা হয়নি। আমাদের অধীনে ৪০-৫০ জন এরিয়া সেলস ম্যানেজার কাজ করেন। তাদেরও বেতন দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। এসব এরিয়া সেলস ম্যানেজারদের অধীনে কয়েক হাজার টিও আছেন, তাদের কারোরই বেতন হয়নি।

তিনি বলেন, এসব বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। এজন্য আমরা আজ সমবেত হয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা এসেছি।

এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ