বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈদুল আজহায় হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ থাকবে ৯ দিন

প্রকাশঃ

ঈদুল আজহার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ১০ থেকে ১৭ আগস্ট টানা ৮ দিন এবং ৯ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৯ দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

সে লক্ষ্যে এক চিঠি দ্বারা ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বন্দরের আমদানি, রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১৮ আগস্ট থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে বলে জানান ব্যবসায়ীরা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ