রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈদুল ফিতর, ঈদুল আজহা ও পূজার ছুটি বাড়তে পারে

প্রকাশঃ

ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি বাড়তে পারে। একই সঙ্গে বাড়তে পারে দুর্গাপূজার ছুটিও।

দুই ঈদের ছুটি বাড়িয়ে পাঁচদিন এবং দুর্গাপূজার ছুটি তিনদিন করার প্রস্তাবসহ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উঠছে। এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, এখন দুই ঈদের সময় ঈদের দিন এবং ঈদের আগে পরে একদিন করে দুদিনসহ মোট তিনদিন সরকারি ছুটি থাকে। এখন এ ছুটি ঈদের দিন ও আগে-পরে দুদিন করে মোট পাঁচদিন করার প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে এখন দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন ছুটি থাকে। এ ছুটি বাড়িয়ে তিনদিন করার প্রস্তাব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন হলে পরবর্তী ঈদ ও পূজা থেকে তা কার্যকর হবে।

দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যদিও এবার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে।

একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের দিন ৫ আগস্টকে জাতীয় দিবস ও অসাধারণ ছুটি ঘোষণার বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘প্রত্যাগত অভিবাসী নীতিমালা, ২০২৪’ অনুমোদন হতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ