ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিংমলগুলো । প্রতিটা শপিংমলে ক্রেতাদের ভিড়ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারির জন্য গত দুই বছরে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। এদিকে, ক্রেতাদের অভিযোগ, এবারে দাম বেশি। অন্যদিকে, ঈদের বাজার তদারকিতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার।
করোনার কারণে গত দুই বছরে বেশ ভাটা থাকলেও এবার ঈদের আগে শপিংমলগুলো জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর দোকানগুলোতে নতুন নতুন বাহারি ডিজাইনের পোশাক, জুতা, প্রসাধনীসামগ্রী সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। বাড়ছে ক্রেতাদের সমাগম। যাছাই করে কিনছেন পছন্দের পণ্য।
তবে পণ্যের দাম বেশি নেয়ার অভিযোগ ক্রেতাদের। পাইকারী বাজারে দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, সামনের দিনগুলোয় বিক্রি আরও বাড়বে। ক্রেতা আকর্ষণ করতে নানা রকম অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো।
কেনাকাটা বাড়তে থাকায় শপিংমলগুলোর সামনে গাড়ীর যানজট ছিলো চোখে পড়ার মতো। এদিকে, শনিবার রাজধানীর কাওরানবাজার, মোহাম্মদপুরের টাউনহল মার্কেট ও জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেউ পণ্য কিনে প্রতারিত হলে অভিযোগ করার আহবান জানান তারা।