মঙ্গলবার, ১৩ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

ঈদের ছুটি শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু কাল থেকে

প্রকাশঃ

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের কর্মক্ষেত্রে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামীকাল দেওয়া হবে ১১ জুলাইয়ের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ পরবর্তী ৫ দিনের অগ্রিম টিকিট আগামী সোমবার পর্যন্ত দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একযোগ ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ এবং কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। কাউন্টারে টিকিট বিক্রির শেষ সময় বিকেল ৪টা পর্যন্ত।

রেলওয়ের তথ্যানুযায়ী, ঈদের পর ১১ জুলাইয়ের টিকিটি ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিটি ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিটি ১১ জুলাই বিক্রি করা হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে গত ১ থেকে ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট (যাওয়া) বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ