সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈদের পর ২ সপ্তাহ বন্ধ থাকবে দেশের পোশাক কারখানা

প্রকাশঃ

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে ঈদের পর থেকেই সর্বত্মক লকডাউন শুরু হতে যাচ্ছে। তখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে সব পোশাক ও শিল্প কারখানাও। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত লকডাউন বিষয়ক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

এর আগে জারি করা প্রজ্ঞাপনে দেশের পোশাক খাতসহ সকল শিল্প কারখানা খোলা ছিল। কিন্তু এবারের লকডাউনে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩ জুলাই সকাল ছয়টায় আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঈদের পর শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

গতবছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। সেই মাসেই সাধারন ছুটি ঘোষণা করে। তখন কিছু কারখানা বন্ধ করে দেওয়া হলেও অনেক কারখানা খোলা ছিল। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে সাধারণ ছুটি চলাকালেই কারখানা খোলে দেওয়া হলে শ্রমিকরা চরম ভোগান্তি পোহান। তারা কেউ পায়ে হেঁটে আবার কেউ অযান্ত্রিক যানে চড়ে কর্মস্থলে পৌঁছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ