শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈদে গার্মেন্টস ছুটি ১০ আগস্ট থেকে

প্রকাশঃ

আগামী ১০ আগস্ট থেকে পোশাকশিল্প কারখানায় ঈদের ছুটি শুরু হবে। গতকাল (রবিবার) শ্রম মন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

কে এম আলী আজম বলেন, ছুটি ঘোষণার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে কারখানার মালিকদেরকে বলা হয়েছে। শিল্প এলাকায় ঈদের আগের শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা থাকবে বলে জানান তিনি।

গাজীপুর, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুরের মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানাগুলোতে ১০ আগস্ট থেকে ঈদের ছুটি শুরু হবে। এসব কারখানায় ছুটি থাকবে ১৭ আগস্ট পর্যন্ত।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ