রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈদে হিলি বন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

প্রকাশঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা ছয় দিন এ বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারী সংগঠনগুলো যৌথভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।’

এ বিষয়টি ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ আগস্ট বুধবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বন্দরের কাস্টমস কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শুধুমাত্র ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ-কর্ম শুরু হবে। এ সময় ব্যবসায়ীরা চাইলে রাজস্ব পরিশোধ করে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। তিনি বলেন, ‘আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ