রবিবার, ৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঈশ্বরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫-১৯ জুন

প্রকাশঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে মঙ্গলবার এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এবং স্বাস্থ্য সম্মতভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শতভাগ সফল করার নিমিত্তে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের প্রচারণার জন্য আহব্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ আসমা খান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন, আরএমও ডা: শফিকুল ইসলাম শামিম, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও প্রেসক্লবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন ডা: মশিউর রহমান মাসুদ।

জানা গেছে, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৬৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত মোট ৩২,৯৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ