বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

উদ্বোধন হলো রবি’র জনসচেতনমূলক কর্মসূচি ‘কমনসেন্স’

প্রকাশঃ

প্রযুক্তিগত ডিজিটাল জীবনধারা বিকাশের সঙ্গে সঙ্গে সৃষ্টি হওয়া নানা সামাজিক সমস্যার বিরূদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘কমনসেন্স’ নামের একটি নতুন জনসচেতনামূলক কর্মসূচি চালু করেছে মোবাইল অপারেটর রবি। ডিজিটাল সেবা গ্রহণের সময় কোন কোন বিষয়ে সচেতন থাকা উচিৎ সে বিষয়গুলো তুলে ধরাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলা সাহিত্যের শিক্ষক, মুক্তিযোদ্ধা ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমদসহ আরো অনেকেই কর্মসূচিতে উপস্থিত ছিল।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান বলেন, আজকের দিনে প্রযুক্তিকে এড়িয়ে চলা সম্ভব নয়। কারণ এগুলো জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দরকার সঠিক দিকনির্দেশনা, যেটা এই ‘কমনসেন্স’ কর্মসূচিতর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সচেতনতা মূলক অনুষ্ঠানে তিনটি ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওগুলো বাস্তব জীবনের সাথে সংঙ্গতি রেখে সাজানো। ভিডিওগুলোতে সত্যতা যাচাই না করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট শেয়ার করা, শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সময় খেয়াল না রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, এই সকল বিষয়ের ভুলগুলো তুলে ধরা হয়েছে। এসব ভুল এড়াতে কীভাবে সচেতন থাকতে হবে সে বিষয়ে্ও বলা হয়েছে।

নাগরিক আচরণগত নানা দিক উল্লেখ করে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যও ভিডিওতে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে- রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা না বলা, একসঙ্গে কয়েকজন কথা বলার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, কোনো সভা এবং জনসমাগমস্থলে জোরে জোরে মোবাইলে কথা না বলা, উপাসনালয়ে যেন হঠাৎ মোবাইল ফোন বেজে না ওঠে সেদিকে খেয়াল রাখা, অনুমতি ছাড়া কারও ছবি না তোলার মতো ইত্যাদি বিষয়।

Latest Updated 200-105 Vce Files For ICND2

Five sisters. At this time, the five Cisco 200-105 Vce Files sisters Cisco 200-105 Vce Files phone rang. ICND2 200-105 Vce Files Who is it was a rogue, ICND2 200-105 called Wang Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) Cisco 200-105 Vce Files Luoguo. Huang Zhonghua was tired of coping 200-105 Vce Files with it.

Su Shun at this time treasurer, you see me Shopkeeper tilted his head to see Su shun and Taizhuang, see him two to eat grumpy, he smiled and said The Cisco 200-105 Vce Files small affirmation, two Lord is the uncle s Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) buddy, how Guess good In a word, all three Zeng Guofu laughed. Ah, you are still Cisco 200-105 Vce Files young, Cisco 200-105 Vce Files listen to Cisco 200-105 Vce Files the old man a word, until you come to my age, no matter where the location, must be torrent brave retreat, this is the old 200-105 Vce Files husband confidant. Although some of ICND2 200-105 the scholar are not short ICND2 200-105 Vce Files of money, but the money is not bitten after all.

Jia Cheng into a solemn account I tell you the real truth, now, eyes, in order to discuss the collection of Cisco 200-105 Vce Files funds, many people have risen a big business. Director especially pay attention to honesty, officialdom in Kyoto have a reputation as a famous person. He told his sister read the letter, you will understand, must take the exam, Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2 v3.0) not 200-105 Vce Files reckless. He can afford to take it down, now is carefully taste the taste of grain brand Cisco 200-105 Vce Files cigarettes, pumping only half a day, each pumping is an excellent enjoyment, what is good, what is not good, less Well, more is not good. Cisco 200-105 Vce Files Small celery pretended to be the most godmother Festival praised its soul stirring Cisco 200-105 Vce Files lover intonation, with 200-105 Vce Files twelve points of strength, shouted dry mother Ye, the end of ICND2 200-105 the trailer dragging long winding forever.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ